বাংলা আর্টিকেল লিখার নিয়ম

বাংলা আর্টিকেল লিখার নিয়ম,কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয়,বাংলা আর্টিকেল লেখার ধাপ গুলো কি কি,SEO ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল লিখার নিয়ম এগুলো সম্পর্কে আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা থাকছে।আর্টিকেল লিখার নিয়ম গুলো মেনে আর্টিকেল লিখতে পারলে গুগলে র‍্যাঙ্কিং করা অনেক সহজ।সঠিক নিয়মে বাংলা আর্টিকেল লিখে গুগলে র‍্যাঙ্কং করিয়ে মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব।


আর্টিকেল কি?

আসুন প্রথমে আমরা জেনে নিই আর্টিকেল কি।আর্টিকেল হল একটি লিখা যা একটি নির্দিষ্ট বিষয়ে অনেক তথ্য প্রদান করে থাকে।আর্টিকেল একজন পাঠকের জ্ঞান বৃদ্ধি করে,পঠককে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা প্রদান করে।আর্টিকেল সহজ ও বোধগম্য ভাষায় লিখতে হয় যাতে পাঠকের পড়তে ও বুঝতে সুবিধা হয়।   

পেজ সূচিপত্র:

 

বাংলা আর্টিকেল লিখার নিয়ম সমূহ:

বাংলা আর্টিকেল লিখার নিয়ম গুলো জানতে পারলে আর্টিকেল লিখা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে।আপনার আর্টিকেল সহজ,বোধগম্য ও মানসম্মত হলে আপনি পাঠকের মনোযোগ ধরে রাখতে সক্ষম হবেন।সঠিক তথ্য দিয়ে আর্টিকেল লিখলে তা পাঠকের জন্য উপকারী ও তথ্যবহুল হবে।এজন্য বাংলা আর্টিকেল লিখার সঠিক নিয়ম গুলো আপনাদের সামনে তুলে ধরা হল:

★ফোকাস কিওয়ার্ড নির্বাচন:

আপনি যে নির্ধারিত বিষয়ের উপর আর্টিকেল লিখবেন তাকে ফোকাস কিওয়ার্ড বলে।আপনাকে এমন কিওয়ার্ড নির্বাচন করতে হবে যেটা আপনার আর্টিকেলের মূল  বিষয়কে সবার সামনে তুলে ধরে।আপনি যদি সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে পারেন তাহলে সেটি আপনার আর্টিকেলকে সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়ার সম্ভাবনা আনেক বাড়িয়ে দেয়।তখন আপনার আর্টিকেল সার্চ ইঞ্জিন বা গুগলে শীর্ষে ওঠার সুযোগ পায়।

কিওয়ার্ড সাধারণত ২ প্রকার।যথা:
১.লং টেইল কিওয়ার্ড ও
২.সর্ট টেইল কিওয়ার্ড।

১. লং টেইল কিওয়ার্ড:

৩ থেকে ১০ শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ডকে লং টেইল কিওয়ার্ড বলে।যেমন:কোন খাবার গুলো খেয়ে ওজন বাড়ানো যায়।যারা আর্টিকেল লিখা কেবল শুরু করেছেন তাদের জন্য লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করা ভাল।লং টেইল কিওয়ার্ড দিয়ে যারা নতুন তারা খুব দ্রুত সঠিক নিয়ম অনুসরণ করতে পারলে সার্চ ইঞ্জিনের শীর্ষে ওঠা সম্ভব।

২.সর্ট টেইল কিওয়ার্ড:

দুটি শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ডকে সর্ট টেইল কিওয়ার্ড বলে।যেমন:মার্কেটিং কি।যারা আর্টিকেল রাইটিং এ নতুন তাদের সর্ট টেইল কিওয়ার্ড নিয়ে কাজ না করায় ভাল।সর্ট টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করলে সার্চ ইঞ্জিনের শীর্ষে আসতে আনেক সময় লাগবে।

★আর্টিকেলে ভূমিকা যুক্ত করা:

আপনি যে আর্টিকেল গুলো লিখবেন সেই প্রতিটি আর্টিকেলের শুরুতে আপনাকে ভূমিকা রাখতে হবে। ভূমিকা পাঠককে মূল বিষয় সম্পর্কে ধারণা দিয়ে থাকে।ভূমিকা অনেক ছোট হলেও এটি আকর্ষণীয় ও তথ্যবহুল রাখতে হয় যাতে পাঠক আর্টিকেল পড়তে বেশি আগ্রহী হয়।

★আকর্ষণীয় টাইটেল নির্বাচন করা:

আকর্ষণীয় টাইটেল আর্টিকেলের প্রতি পাঠকের মনোযোগ বাড়ায়।পাঠককে আপনার আর্টিকেল পড়তে উদ্বুদ্ধ করে।আপনি সব সময় চেষ্টা করবেন যাতে অন্যদের তুলনায় আপনার আর্টিকেলের টাইটেলটি অন্য রকম দেখতে হয়।উদাহরণস্বরূপ,"কিভাবে আপনি মোটা হবেন"এটা না লিখে আপনাকে লিখতে হবে "৭ দিনে মোটা হওয়ার উপায়"। এভাবে টাইটেল নির্বাচন করলে পাঠকের আকর্ষণ আপনার আর্টিকেলের দিকে হবে।

★নাম্বার ও বুলেট পয়েন্ট ব্যবহার করা:

আপনার আর্টিকেলের পয়েন্ট ও তথ্য গুলো উপস্থাপন করার জন্য  নাম্বার ও বুলেট পয়েন্ট ব্যবহার করবেন।তাহলে আপনার আর্টিকেলটি দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি পাঠকের পড়তে ও সুবিধা হবে।নাম্বার ও বুলেট পয়েন্ট দ্বারা তথ্য গুলো সাজালে পাঠক বিষয়টি খুব দ্রুত বুঝতে পারে।উদাহরণস্বরূপ,মোটা হওয়ার ১০টি উপায়।এই ১০টি উপায় নাম্বার বা বুলেট পয়েন্ট দিয়ে উপস্থাপন করবেন।

★লিখা গুলো প্যারাগ্রাফ করে লিখা:

প্যারাগ্রাফ বলতে বুঝায় দীর্ঘ লাইনকে ছোট ছোট প্যারাতে ভাগ করে লিখা।প্যারাগ্রাফ আকারে লিখলে পাঠকের পড়তে ও বুঝতে সুবিধা হয়।আবার আর্টিকেলটি দেখতে ও অনেক সুন্দর লাগে।প্রতিটি প্যারাতে একটি নির্দিষ্ট পয়েন্ট সম্পর্কে ব্যাখ্যা করতে হবে।তাহলে পাঠকের পড়তে সুবিধা হবে।

★দরকারি তথ্য তুলে ধরা:

আর্টিকেলে অবশ্যই দরকারি তথ্য গুলো তুলে ধরতে হবে।কারণ পাঠক আর্টকেল পড়তে আসে তথ্য জানার জন্য এবং জ্ঞান বৃদ্ধির জন্য।আর্টিকেলে সঠিক তথ্য গুলো তুলে ধরতে হবে।আর্টিকেলে ভুল তথ্য থাকলে পাঠক আস্তে আস্তে কমে যাবে এবং পঠক আর্টিকেল পড়তে এসে বিরক্ত হয়ে না পড়েই চলে যাবে।

★ফিচার ইমেজ ব্যবহার করা:

আর্টিকেলে অবশ্যই আকর্ষণীয় ফিচার ইমেজ যুক্ত করতে হবে।ফিচার ইমেজ পাঠকের দৃষ্টি আকর্ষণ করে।যে বিষয় নিয়ে আর্টিকেল লিখবেন সেই বিষয়ে ফিচার ইমেজ যুক্ত করতে হবে।অন্য কোন ইমেজ যুক্ত করা যাবে না।সাধারণত একটি আর্টিকেলে ৩টি ফিচার ইমেজ ব্যবহার করবেন।তাহলে আর্টিকেলটি দেখতে সুন্দর ও মার্জিত হবে।

★উপসংহার যুক্ত করা:

আর্টিকেলের শেষে একটি উপসংহার দিতে হবে।যা আপনার পুরো আর্টিকেলটিকে সংক্ষেপে ব্যাখ্যা করবে।এতে পাঠক আপনার আর্টিকেলের মূল পয়েন্ট গুলো সহজেই মনে রাখতে পারবে।আর্টকেলের শেষে আপনি আপনার মতামত,সুপারিশ এবং আপনার মতে কোনটা বেশি ভালো সেটা সম্পর্কে লিখবেন।তাহলে পাঠক আপনার আর্টিকেলটি পড়ে বিষয়টি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবে।

★কপিরাইট এড়িয়ে চলা:

আপনার আর্টিকেল লিখার সময় কপিরাইট এড়িয়ে চলবেন।কারো কন্টেন্ট কখনো আপনার আর্টকেলে লিখবেন না।সব সময় আপনি আপনার নিজস্ব ভাষায় আর্টিকেল লিখবেন।অন্য কারো কন্টেন্ট কপি করে লিখলে গুগল আপনার সাইট বন্ধ করে দিতে পারে।আপনার সাইটের জনপ্রিয়তা কমে যাবে।তাই সব সময় আপনি আপনার অভিজ্ঞতা ও নিজস্ব জ্ঞান দিয়ে আর্টিকেল লিখবেন।


উপরের আলোচনা থেকে আমরা জানলাম কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয়।আপনারা উপরের নিয়ম গুলো মেনে আর্টিকেল লিখলে খুব দ্রুত গুগলে র‍্যাঙ্কং করাতে পারবেন।আকর্ষণীয় ও মার্জিত ভাবে আর্টিকেল লিখে পাঠকের সামনে উপস্থাপন করতে পারলে আপনার সাইটে ট্রাফিকের সংখ্যা অনেক বেড়ে যাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কুইক ইনফো এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url