ত্বকের যত্নে লেবুর উপকারীতা
ত্বকের যত্নে লেবুর উপকারীতা গুলো
ত্বকের যত্নে লেবু খুবই উপকারী একটি উপাদান।আমরা সবাই জানি যে লেবুতে ভিটামিন-সি
থাকে।আর ভিটামিন-সি ত্বকের মেলানিন উৎপাদন হ্রাস করে থাকে।ত্বকের
হাইপারপিগমেন্টেশন দূর করে।লেবু ত্বকের কালো দাগ গুলোও দূর করে দেয়।
এছাড়াও লেবুতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক উপাদান থাকে যা ত্বকের ক্ষত
সারাতে কাজ করে।ব্রণের কারণে ত্বকে গর্ত হয়ে গেলে লেবু খুব দ্রুত গর্ত সারিয়ে
তোলে।প্রতিদিন লেবুর পানি পান করলে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকে।আসুন
জেনে নিই লেবুর উপকারীতা গুলো:
পেজ সূচীপত্র:
- বয়সের ছাপ কমিয়ে আনে
- মুখের ব্রন দূর করে
- ট্যান দূর করে
- ত্বক উজ্জ্বল করে
- মুখের দাগ দূর করে
ত্বকের যত্নে লেবু:
ত্বকের বয়সের ছাপ কমাতে লেবু ব্যবহার করা হয়।দুই চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ
মধুর সাথে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিতে হবে।তারপর এই পেস্ট মুখে লাগিয়ে শুকানো
পর্যন্তু অপেক্ষা করতে হবে।শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে
হবে।তাহলে হারিয়ে যাওয়া ত্বকের আর্দ্রতা ফিরে আসবে এবং বয়সের ছাপ কমে যাবে।এই
ফেসপ্যাকটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে।
মুখের ব্রণ দূর করার জন্য এক চামচ লেবুর রসের সাথে এক চামচ আলুর রস মিশিয়ে
মিশ্রণটি মুখে ব্যবহার করতে হবে।এটি মুখে পনেরো মিনিট রেখে দিতে হবে।এরপর ঠান্ডা
পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।তাহলে মুখের ব্রণ দূর হবে সাথে বলিরেখাও দূর হবে।
★ট্যান দূর করে:
রোদের মধ্যে থেকে মুখে ট্যান পরে গেলে লেবু ব্যবহার করে তা দূর করা যায়।এজন্য এক
চামচ লেবুর রস নিয়ে তার সাথে এক চামচ গোলাপ জল,বেসন ও মধু মিশিয়ে পেস্ট করে মুখে
সপ্তাহে অন্তত এক বার ব্যবহার করতে হবে।তাহলে মুখের ট্যান পড়া দূর হয়ে যাবে।
★ত্বক উজ্জ্বল করে:
এক চামচ লেবুর সাথে হলুদ মিশিয়ে নিয়ে পেস্ট করে মুখে কিছুক্ষণ মেসেজ করে পাঁচ
মিনিট রেখে দিয়ে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।তাহলে ত্বক উজ্জ্বল হয়।
★মুখের দাগ দূর করে:
এক চামচ লেবুর রসের সাথে এক চামচ মধু ও পানি মিশিয়ে এটা মুখে লাগিয়ে পনেরো মিনিট
মতো রেখে দিয়ে ধুয়ে ফেলতে হবে।মধুতে থাকা ভিটামিন ও মিনারেল ত্বককে আর্দ্র রাখে
আর লেবুর রস ত্বকের দাগ দূর করে।এটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে।
লেবুর রসে সাইট্রিক এসিড আছে।তাই সব ত্বকের জন্য এটি ব্যবহার যোগ্য নয়।ত্বকের
উপকার হওয়ার চেয়ে অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।তাই জেনে বুঝে তারপর
লেবুর রস মুখে ব্যবহার করতে হবে।
কুইক ইনফো এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url